ময়মনসিংহের ব্রহ্মপুত্রে ডুবে ৩ শিশুর মৃত্যু
ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে মারা গেছে তিন শিশু। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- নগরীর সানকিপাড়া এলাকার আবুল বাশার রতনের ছেলে আহাদ (১০), একই এলাকার নাছির উদ্দিনের ছেলে সায়েম (৭) ও শহীদুলের জায়েদ (১০)।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানের পাশে পুরনো ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে আহাদ ও ফাহিমসহ পাঁচ শিশু। গোসলের এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানের চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
বাকি দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি।
Comments