অ্যাডভোকেট আবদুল মতিন খসরু মারা গেছেন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি, সাবেক আইনমন্ত্রী ও সিনিয়র অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
আজ বুধবার বিকাল ৪টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
আব্দুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন মিয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর প্রথম জানাজা আগামীকাল সকালে হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তারপর মরদেহ কুমিল্লায় নেওয়া হবে। বুড়িচং উপজেলার হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং তার নিজগ্রাম মিরপুরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
আব্দুল মতিন খসরু পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আইনমন্ত্রী থাকাকালে তিনি ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করেন। এর মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের পথ সুগম হয়।
আব্দুল মতিন খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শোক জানিয়েছেন।
আরও পড়ুন:
Comments