চট্টগ্রামে গলিতে গলিতে মানুষের ভিড়, সড়ক ফাঁকা
সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনে চট্টগ্রামের মূল সড়কগুলোতে গাড়ি না থাকলেও সড়কের সঙ্গে যুক্ত গলিতে গলিতে মানুষের ভিড় দেখা গেছে।
এসব গলির কাঁচাবাজার, মুদি দোকানসহ প্রায় সব দোকান ছিল খোলা। মাঝে মাঝে গলিতে পুলিশের গাড়ি ঢুকলে দোকান বন্ধ করার তোড়জোড়ও দেখা গেছে। এসব গলিতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। কেউ রোজার ইফতারি, কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনছিল।
নগরীর আতুরার ডিপো, হেমসেন লেইন, রুমঘাটা, শসশের পাড়া, বহদ্দারহাট, চান্দগাঁওসহ বেশ কয়েকটি গলির আজকের দৃশ্য এমনই ছিল।
আতুরার ডিপো গলির মাংস বিক্রেতা মো. রফিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখানে কোনো সমস্যা নাই। যারা প্রধান সড়কে আছে সমস্যা তাদের। সকাল থেকে আমার দোকানে মানুষের ভিড়। আল্লাহর রহমতে আমাদের কিছু হবে না। তবে, মাঝে মাঝে পুলিশের গাড়ি ঢুকলে দোকান বন্ধ করে দিই।’
নগরীর রুমঘাটা বাজারের মাছ বিক্রেতা সেলিম উদ্দিন বলেন, ‘সকাল থেকে দোকান খোলা। কেউ কোনো ডিস্টার্ব করে নাই। তবে, পুলিশের ভয়ে থাকি।’
নগরীর সড়কগুলোতে পুলিশের কড়া পাহারা থাকলেও গলিগুলোতে ছিল মানুষের স্বাভাবিক চলাফেরা। তবে, মুভমেন্ট পাস ছাড়া যারা গাড়ি নিয়ে বের হয়েছেন তাদেরকে জরিমানা করতে দেখা গেছেনগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে।
আরও পড়ুন:
সর্বশেষ সিদ্ধান্ত, লকডাউনে ব্যাংক খোলা ১০টা থেকে ১২.৩০ পর্যন্ত
লকডাউনে কাঁটাবন মার্কেটের পোষা প্রাণীদের কী হবে?
লকডাউনে কাউকে রাস্তাঘাটে দেখতে চাই না: আইজিপি
১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত
১৪-২১ এপ্রিল: নতুন বিধি-নিষেধে যেভাবে চলার নির্দেশনা
১৪ এপ্রিল থেকে ৭ দিনের কঠোর লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের চিন্তা: সেতুমন্ত্রী
Comments