লকডাউন অমান্য: চাঁদপুরে ২২ জনকে জরিমানা
চাঁদপুরে লকডাউন অমান্য করে রাস্তায় নামায় ২২ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ বণিক বলেন, সকাল ৮টা থেকে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদের নেতৃত্বে জেলা প্রশাসনের ৬টি ভ্রাম্যমাণ দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় কঠোর লকডাউন অমান্য করে রাস্তায় নামায় অর্ধশত সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেল জব্দ করে চাঁদপুর স্টেডিয়ামে নিয়ে রাখা হয়। ২২ জনকে করা হয় জরিমানা।
এছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে শহরের বাবুরহাট বাজার বাবুরহাট কলেজ মাঠ, ওয়্যারলেস বাজার গাছতলা মাঠ, বিপনীবাগ বাজার কলেজ মাঠে ও পাল বাজার ইদগা মাঠে খোলা জায়গায় স্থানান্তর করা হয়।
বিকেল ৩টার পর থেকে সব ধরনের দোকান পাট বন্ধ করে লোকজনকে ঘরে ফিরে যেতে দেখা যায়।
Comments