লকডাউন অমান্য, খুলনায় ৮৫ জনকে জরিমানা

Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনায় লকডাউন অমান্য করায় প্রথম দিনেই ৮৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

করোনার সংক্রমণ প্রতিরোধে আজ বুধবার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী তত্ত্বাবধান করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, আজ খুলনা মহানগরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দিনব্যাপী মোট ৮টি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৭ জনকে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়া ৯টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলার স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসারগণ ও সহকারী কমিশনাররা (ভূমি)। উপজেলাসমূহে মোট ৪৮ জনকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, আনসার ও এপিবিএনের সদস্যরা।

এদিকে খুলনায় করোনার সংক্রমণ প্রতিরোধে কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে লকডাউন প্রক্রিয়া। সকাল থেকে শহরে সাধারণ মানুষের আনাগোনা ছিল প্রায় শূন্য। অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। বন্ধ আছে দূরপাল্লার পরিবহনও। তবে, বিভিন্ন পাড়া-মহল্লায় লোকজনের উপস্থিতি দেখা গেছে।

আরও পড়ুন:

সর্বশেষ সিদ্ধান্ত, লকডাউনে ব্যাংক খোলা ১০টা থেকে ১২.৩০ পর্যন্ত

লকডাউনে কাঁটাবন মার্কেটের পোষা প্রাণীদের কী হবে?

লকডাউনে কাউকে রাস্তাঘাটে দেখতে চাই না: আইজিপি

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

১৪-২১ এপ্রিল: নতুন বিধি-নিষেধে যেভাবে চলার নির্দেশনা

১৪ এপ্রিল থেকে ৭ দিনের কঠোর লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের চিন্তা: সেতুমন্ত্রী

চট্টগ্রামে গলিতে গলিতে মানুষের ভিড়, সড়ক ফাঁকা

চট্টগ্রামে এক পোস্টে এক ঘণ্টায় ১৩ মামলা

লকডাউনে কড়াকড়ি, যাত্রী নেই শিমুলিয়াঘাটে

 

Comments

The Daily Star  | English

50% of bank directors to be independent

The interim government is set to amend the Bank Company Act by reducing the board members from a single family, the BB governor tells The Daily Star

12h ago