‘সর্বাত্মক লকডাউনে’ বিমানবন্দর সড়কে গাড়িজট
লকডাউনের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। রাস্তায় পুলিশের চেকপোস্ট পার হতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে জরুরি কাজে বের হওয়া অনেককে।
আজ সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর হোটেল রেডিসনের সামনের সড়ক থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সেই জট পৌঁছে যায় এয়ারপোর্ট সড়ক পর্যন্ত।
রেডিসনের সামনে থাকা পুলিশ চেকপোস্টে প্রতিটি গাড়ি চেক করা হয়েছে। প্রতিটি গাড়ি থামিয়ে জানতে চাওয়া হয়েছে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোথা থেকে এসেছে।
একটি করে গাড়ি চেক করতে গিয়ে রাজধানীর ব্যস্ততম এই সড়কে তৈরি হয়েছে বিশাল যানজট।
চেকপোস্টে থাকা এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অফিস খোলা রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। উপর থেকে চাপ আছে, প্রতিটি গাড়ি চেক করে ছাড়তে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রশ্ন করলে অফিসে যাচ্ছে, এক্সপোর্ট ডিউটির গাড়ি, ডাক্তার বা নার্সের গাড়ি, টিকা নিতে যাচ্ছে, এমন সব কারণ বলেন সবাই। ছেড়ে দিতে হচ্ছে তাদের।’
আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান ওই এলাকায় ছিলেন এবং দীর্ঘ যানজট দেখতে পেয়েছেন।
Comments