হেনলি সূচকে ১০০তম অবস্থানে বাংলাদেশের পাসপোর্ট

হেনলি পাসপোর্ট সূচক ২০২১ এর হিসাবে গত বছরের তুলনায় এক ধাপ এগিয়ে বাংলাদেশের পাসপোর্ট এখন ১০০তম অবস্থানে।
হেনলি সূচক ২০২১ এ বাংলাদেশের অবস্থান।

হেনলি পাসপোর্ট সূচক ২০২১ এর হিসাবে গত বছরের তুলনায় এক ধাপ এগিয়ে বাংলাদেশের পাসপোর্ট এখন ১০০তম অবস্থানে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে বিনা ভিসায় ৪১টি দেশে ভ্রমণ করতে পারবেন।

গত বছর বাংলাদেশি পাসপোর্ট ছিল ১০১তম অবস্থানে।

তালিকায় মোট ১১০টি অবস্থানের মধ্যে এ বছর ১০০তম অবস্থানে বাংলাদেশের সঙ্গে রয়েছে লেবানন ও সুদান।

বাংলাদেশের প্রতিবেশী নেপালের অবস্থান ১০৩তম, পাকিস্তানের ১০৭তম এবং ১১০তম তথা তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান।

সেনা অভ্যুত্থানের পরও তালিকায় বাংলাদেশের অপর প্রতিবেশী মিয়ানমারের অবস্থান ৯৪তম। এই দেশের নাগরিকরা বিনা ভিসায় ৪৭টি দেশ ভ্রমণ করতে পারেন।

তালিকায় বাংলাদেশের অপর প্রতিবেশী মালদ্বীপের অবস্থান ৬০তম, ভারত ৮৪তম, ভুটান ৮৯তম এবং শ্রীলঙ্কা ৯৯তম।

তালিকায় উত্তর কোরিয়ার অবস্থান ১০২তম। বাংলাদেশের ঠিক দুই ধাপ পর।

তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও সিঙ্গাপুর এবং যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি।

Comments

The Daily Star  | English

Khagrachhari violence: 3 dead, 4 sent to CMCH 'with bullet wounds'

Three indigenous people died of their injuries at a hospital in Khagrachhari yesterday and early today, hours after arson attacks and violence in the district

1h ago