রিয়ালের মাঠের হারকেই দায় দিচ্ছেন ক্লপ
জিততে তো হবেই, তাও কমপক্ষে ২ গোলের ব্যবধানে। প্রতিপক্ষ গোল দিলে সেটা আরও বাড়তে পারতো। এমন সমীকরণ নিয়ে শুরু থেকেই দারুণ আগ্রাসী ফুটবল উপহার দেয় লিভারপুল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় শেষ হয়ে যায় সব আশা। ড্র মেনেই মাঠ ছাড়তে হয়। ঘরের মাঠে এমন ফলাফল নিঃসন্দেহে হতাশাজনক অলরেডদের জন্য। অনেকেই দলের ফরোয়ার্ডদের কাঠগড়ায় তুলছেন। তবে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার জন্য মাদ্রিদের হারকেই বড় করে দেখছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
অ্যানফিল্ডে বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। এর আগে প্রথম লেগে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে রিয়াল জিতেছিল ৩-১ গোলের ব্যবধানে। সেটাই কাল হয়ে দাঁড়ায় অলরেডদের জন্য।
ম্যাচের প্রথমার্ধে সাদিও মানের পাস থেকে গোল করার সুবর্ণ একটি সুযোগ নষ্ট করেছেন মোহামেদ সালাহ। শুরুতে এগিয়ে গেলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো। এরপরও মিস করেছেন আরও বেশ কিছু সুযোগ। মিস করেছেন রবার্তো ফিরমিনো, সামে ও জর্জিনিও ভাইলানডামও। ফিনিশিংয়ের অভাবটাই প্রকট হয়ে ওঠে। তবে ক্লপ মনে করছেন মাদ্রিদেই তারা সব হারিয়েছেন, 'আপনার সবসময় এই আসল মুহুর্তগুলোর (ফিনিশিং) প্রয়োজন হয়। সাধারণভাবে আমাদের পারফরম্যান্স ভালো ছিল। আমরা আজ রাতে হারিনি, আগেই মাদ্রিদে হেরে এসেছি।'
তবে ম্যাচে তারা স্প্যানিশ চ্যাম্পিয়নদের বেশ ভুগিয়েছেন বলে জানান ক্লপ। কিন্তু শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হওয়ায় কোনো অজুহাত খুঁজতে রাজী নন এ কোচ, 'স্পষ্টতই আজ মাদ্রিদ অস্বস্তিতে ছিল। আমরা ভালো ছিলাম, আক্রমণাত্মক ছিলাম এবং সত্যিই ভালো ফুটবল খেলেছি। অবশ্যই খেলার শুরুতে আমাদের বিশাল সম্ভাবনা ছিল। তারা সংগ্রাম শুরু করেছিল এবং এটা আরও বেড়ে গিয়েছিল। তবে এসব যদি কিন্তুর কথা বলে লাভ নেই, কারণ আমরা গোল করতে পারিনি।'
ম্যাচের শুরুতে সমান তালে খেলার চেষ্টা করলেও লিভারপুলের আগ্রাসনে পরে নিজেদের খেলা ধরণ বদলে ফেলে রিয়াল। আক্রমণের চেয়ে নিচে নেমে রক্ষণ সামলানোর কাজে ব্যস্ত থাকে তারা। আর বেশ সফলভাবেই করে দলটি। অভিজ্ঞতার কারণে দলটি এমন করতে পেরেছে বলে জানান ক্লপ, 'ম্যাচটি তাদের জন্য ধীরে ধীরে আরও বেশি কঠিন হয়ে ওঠে। পরে অভিজ্ঞ রিয়াল মাদ্রিদ নিচের দিকে খেলা শুরু করে।'
তবে এ দিনই নয়, চলতি মৌসুমের শুরুটা ভালো করলেও কিছু দিন যেতেই নিজেদের ছন্দ হারিয়ে ফেলে লিভারপুল। তখন থেকেই সংগ্রাম করছে লিভারপুল। লিগ শিরোপা হাতছাড়া প্রায়। ঘরোয়া পর্যায়ের বাকী সব প্রতিযোগিতা থেকেও ছিটকে গেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ায় শেষ আশাও শেষ। ক্লপের ভাষায়, 'আমরা কিছুটা ছন্দ হারিয়ে ফেলেছি এবং ফিরতে অনেক কঠিন চেষ্টা করে যাচ্ছি। আজ রাতে সব ঠিক ছিল। তবে এখন আমরা আসর থেকে বাইরে চলে গেছি। আমরা এ প্রতিযোগিতাটাকে ভালো বাসি এবং নানা কারণে এটা ক্লাবের জন্যও খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে এখন এসব ব্যাপার সহজ নয়।'
Comments