মেসির জার্সির বিনিময়ে ৫০ হাজার করোনা টিকা পাচ্ছেন লাতিন ফুটবলাররা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ক্রমেই যেন ভয়ঙ্কর হয়ে উঠছে। ল্যাতিন আমেরিকায় এর প্রভাব যেন আরও বেশি। তাই নিজের এলাকার ফুটবলারদের সংক্রমণ থেকে রক্ষা করতে এবার ভিন্নভাবে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনকে (কনমেবল) সহায়তা করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ক্রমেই যেন ভয়ঙ্কর হয়ে উঠছে। লাতিন আমেরিকায় এর প্রভাব যেন আরও বেশি। তাই নিজের এলাকার ফুটবলারদের সংক্রমণ থেকে রক্ষা করতে এবার ভিন্নভাবে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনকে (কনমেবল) সহায়তা করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

নিজের স্বাক্ষর করা তিনটি জার্সি দিয়েছেন কনমেবলকে নিয়েছেন মেসি। এর বিনিময়ে সংস্থাটিকে ৫০ হাজার করোনাভাইরসের টিকা দিবে চীনের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান সিনোভ্যাক।

বিষয়টি নীরবেই করেছিলেন মেসি। তবে তা জনসম্মুখে আসে কনমেবলের ডিরেক্টর অব ডেভেলপমেন্ট গঞ্জালো বেলোসোর একটি টুইটে। সামাজিক মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, 'কনমেবলের জন্য আমারা ৫০ হাজার টিকা পাওয়ার খবর জানাচ্ছি। আরও জানাতে চাই, সিনোভ্যাকের পরিচালকেরা বিশেষ ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসিকে। তিনি তিনটি জার্সি পাঠিয়েছেন তাদের জন্য। অর্থাৎ, এ অর্জনের অংশ তিনিও।’

এ টিকার একটা অংশ যাবে উরুগুইয়ান ফুটবল ফেডারেশনে। করোনা মোকাবেলায় ভালো ভূমিকা রাখতে পারেনি দেশটির সরকার। প্রতি মিলিয়নে প্রতিদিন গড়ে ১০৮৪ জন আক্রান্ত হচ্ছেন দেশটিতে। এছাড়া আর্জেন্টিনার প্রথম বিভাগের ২৬টি দলের জন্য পাঠানো হবে এ টিকা। মেসির দেশেও করোনাভাইরাস ভয়ানক রূপ ধারণ করেছে। যে কারণে সেখানে কঠিন লকডাউন ঘোষণা করেছেন দেশটির সরকার।

উল্লেখ্য, চলতি বছরের জুনে আর্জেন্টিনা ও কলোম্বিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা। ১ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত এক মাস চলবে এ আসর। এ আসরটি হওয়ার কথা ছিল গত বছর। করোনাভাইরাসের জন্য পিছিয়ে যায়। এক বছর পিছিয়ে দিলেও এবারও এ আসর মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে। তবে করোনার এ টিকা কিছুটা হলেও স্বস্তি এনে দেবে স্থানীয় ফুটবলারদের।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

3h ago