হেফাজতের ঢাকা মহানগরের সহ-সভাপতি জুবায়ের গ্রেপ্তার
হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি জুবায়ের আহমদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের উপকমিশনার আসাদুজ্জামান সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ বিকেলে জুবায়ের আহমদকে তার লালবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৩ সালে মতিঝিলে এবং সম্প্রতি দেশজুড়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় তিনি জড়িত ছিলেন। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় তার সম্পৃক্ততা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জুবায়ের বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন বলে জানা গেছে।
এর আগে, জুবায়েরকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে বলে দ্য ডেইলি স্টারের কাছে অভিযোগ করেছিলেন হেফাজত নেতারা।
জুবায়ের বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বড় জামাতা।
Comments