টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
বঙ্গবন্ধু সেতুর পূর্ব সংযোগ সড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চার জন হয়েছে। এ দুর্ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চর বাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু’জন হলেন- রেজাউল করিম (৩৫) এবং মোহাম্মদ শাহ আলম (৩২)। তারা সিরাজগঞ্জের শাহজাদপুরের বাসিন্দা। তবে, নিহত অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, উত্তরবঙ্গগামী একটি টিন বোঝাই ট্রাক চর বাবলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আহত একজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
Comments