মাঠে ১১ জন জাদেজা চান চাহার

Ravindra Jadeja

পয়েন্টে জাদেজা, কাভারে জাদেজা এমনকি লং অনেও যদি থাকতেন একজন জাদেজা। বাস্তবে এমনটা অসম্ভব। তবে রবীন্দ্র জাদেজার ফিল্ডিং সামর্থ্যে মুগ্ধ হয়ে এমন পরাবাস্তব একটি চাওয়া সতীর্থ দীপক চাহারের।

শুক্রবার আইপিএলের ম্যাচে ফিল্ডিং দিয়ে মাত করেছেন জাদেজা। পাঞ্জাব কিংসকে মাত্র ১০৬ রানে আটকে দিতে বড় ভূমিকা ছিল তার। লোকেশ রাহুলকে ক্ষীপ্র গতির থ্রোতে করেন রান আউট। পয়েন্ট ক্রিস গেইলের ক্যাচ উড়ে গিয়ে ছোঁ মরে নিয়েছেন। এরপরে অনেকখানি ছুটে শাহরুখ খানের ক্যাচটাও মুঠোয় পুরেছেন অনায়াসে।

রাহুল আর গেইলকে আউট করেই মূলত খেলায় মোমেন্টাম চেন্নাইর দিকে এনেছিলেন। পরে বল হাতেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৯ রান। ব্যাটিংয়ে নামার দরকার হয়নি। প্রায় ৫ ওভার আগেই তার দল জিতেছে ৬ উইকেটে।

এই ম্যাচে ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পেসার দীপক চাহার। তবে চাহার এর পেছনে কৃতিত্ব দিলেন জাদেজাকে। তার ইচ্ছা, যদি মাঠের সব প্রান্তেই থাকতেন জাদেজা, ‘প্রথম ওভারে রিতুরাজ (গায়কোয়াড়) এর কাছে যখন বল গেল, মনে হচ্ছিল ওখানেও যদি জাড্ডু (জাদেজার ডাক নাম) থাকত। তীব্র গতিতে ছুটেছিল বল, একমাত্র জাড্ডুই তা নিতে পারত। সে বিশ্বের সেরা ফিল্ডারদের একজন। আমার বলে সে অনেক ক্যাচ নিয়েছে। আমি তো মাঠে ১১ জন জাদেজা চাই। যেখানেই বল যাবে, সেখানেই যেন জাদেজা থাকে।’

 

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC, equivalent exams

This marks a 14.59 percentage point drop from last year

Now