ম্যারডোনার প্রথম বিশ্বকাপ ম্যাচের জার্সি নিলামে

১৯৮২ সালের গ্রুপ পর্বে বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচটি খেলেছিলেন ম্যারাডোনা।
maradona 1986
ছবি: এএফপি

প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপে অভিষেক হয়েছিল ১৯৮২ সালে। ওই আসরের প্রথম ম্যাচে এই আর্জেন্টাইন যে জার্সিটি পরে খেলেছিলেন, তা নিলামে তোলা হয়েছে।

শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিলাম পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি ভিত্তিক কোম্পানি ‘গটটা হ্যাভ রক অ্যান্ড রোল’। জার্সির সামনের দিকে কালো কালিতে ম্যারাডোনার অটোগ্রাফ রয়েছে। ধারণা করা হচ্ছে, এটার দাম দেড় থেকে দুই লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

জার্সিটি উপহার হিসেবে পেয়েছিলেন আর্জেন্টিনার প্রখ্যাত একজন সাংবাদিক। তিনিই নিলাম কোম্পানিকে জার্সিটি দিয়েছেন। ইতোমধ্যে এটার মূল্য ছাড়িয়েছে ৭০ হাজার ডলার। নিলামের বাকি আছে আরও ছয়দিন।

১৯৮২ সালের গ্রুপ পর্বে বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচটি খেলেছিলেন ম্যারাডোনা। ওই ম্যাচে অবশ্য ফুটবল ঈশ্বর খ্যাত তারকার দল হেরেছিল ১-০ গোলে। স্পেনে অনুষ্ঠিত হওয়া আসরটিতে আর্জেন্টিনা বিদায় নিয়েছিল দ্বিতীয় গ্রুপ পর্ব থেকে।

পরের বিশ্বকাপে অনবদ্য নৈপুণ্যে ফুটবল ইতিহাসে চিরস্থায়ী আসন পেতে বসেন ম্যারাডোনা। ফাইনালে তৎকালীন পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পয়ন হয়েছিল আর্জেন্টিনা। জয়সূচক গোলটির যোগানদাতা ছিলেন ম্যারাডোনা।

গত বছর ২৫ নভেম্বর ম্যারাডোনা মারা যান। খবরটি ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে শুরু হয় তোলপাড়। স্তব্ধ হয়ে যায় গোটা ক্রীড়াজগৎ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিগ্রেতে নিজ বাসায় হার্ট অ্যাটাক হয়েছিল তার।

Comments

The Daily Star  | English
Police implicate dead men in vandalism case

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago