আইপিএল জিতলে অজ্ঞান হয়ে যাবেন ভিলিয়ার্স!
প্রত্যেক আসরে নামীদামী খেলোয়াড়দের দলে ভিড়িয়ে খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু সাফল্য থেকে যায় অধরা। এখনো আইপিএলের শিরোপা জিততে না পারা বিরাট কোহলির দল এবার আছে দারুণ ছন্দে। দলের বড় ভরসা এবিডি ভিলিয়ার্স মজে আছেন শিরোপা জয়ের স্বপ্নে। সেটা পূরণ হলে নাকি তিনি জ্ঞান হারাবেন!
চলতি আইপিএলে এখনো পর্যন্ত একমাত্র অপরাজেয় দল বেঙ্গালুরু। দুই ম্যাচের দুটিতেই জয় এসেছে। নিজেদের তৃতীয় ম্যাচে আজ (রোববার) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তারা।
তার আগে ভিলিয়ার্স জানালেন, কাজটা বহুদূর হলেও এখন থেকেই শিরোপা জেতার স্বপ্ন বুকে পুষে এগুচ্ছেন তারা, ‘সবাই শিরোপা জিততে চায়, আমিও চাই আইপিএল জিততে। তবে চ্যাম্পিয়ন হলে কি করব জানি না। হয়ত অজ্ঞান হয়ে যাব।’
শিরোপা জেতার চেয়েও আইপিএলে অংশগ্রহণকে বড় করে দেখা এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জানান তাদের প্রাথমিক লক্ষ্য একটাই, ‘দলের প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে একাত্ম হওয়া। দুনিয়ার সবচেয়ে বড় ফ্রেঞ্চাইজি আসরে অংশ নেওয়া। এইগুলা অবশ্য ট্রফি জেতার চেয়েও বড়। তবে সত্যি কথা বলতে ট্রফি জিততে চাই, সেটাই প্রাথমিক ও একমাত্র লক্ষ্য।’
Comments