করোনায় মারা গেলেন শফিউজ্জামান খান লোদী

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন শফিউজ্জামান খান লোদী। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়েছে।
শফিউজ্জামান খান লোদী। ছবি: সংগৃহীত

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন শফিউজ্জামান খান লোদী। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়েছে।

তার মৃত্যুর সংবাদটি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন নির্মাতা এস এ হক অলিক ও সিনিয়র সাংবাদিক লিটন এরশাদ।

শফিউজ্জামান খান লোদী চ্যানেল আইয়ে প্রচারিত চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘আমার ছবি’ উপস্থাপনা করতেন।

সাংবাদিক ও চলচ্চিত্র কর্মী শফিউজ্জামান খান লোদী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সদস্য ছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর অবস্থার অবনতি হলে তাকে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করানো হয়।

সেখানে গত চার দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

শফিউজ্জামান খান লোদীর উপস্থাপনায় ‘আমার ছবি’ ৮১০ পর্ব প্রচার হয়েছে বলে চ্যানেল আই সূত্রে জানা গেছে।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

7h ago