ডি ব্রুইনের ইনজুরিতে দুশ্চিন্তা বাড়ল ম্যানসিটির

চেলসির বিপক্ষে আগের দিন ভেঙে গেছে ম্যানচেস্টার সিটির কোয়াড্রুপল স্বপ্ন। এফএ কাপের সেমি-ফাইনালে হেরে গেছে পেপ গার্দিওলার দল। তবে তার বড় ধাক্কা তাদের জন্য দলের সেরা তারকা কেভিন ডি ব্রুইনের ইনজুরি। আর চোট বেশ মারাত্মকই মনে হচ্ছে গার্দিওলার। অথচ দুই সপ্তাহও বাকী নেই চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে পিএসজির বিপক্ষে নামতে হবে সিটিজেনদের।
ছবি: সংগৃহীত

চেলসির বিপক্ষে আগের দিন ভেঙে গেছে ম্যানচেস্টার সিটির কোয়াড্রুপল স্বপ্ন। এফএ কাপের সেমি-ফাইনালে হেরে গেছে পেপ গার্দিওলার দল। তবে তার বড় ধাক্কা তাদের জন্য দলের সেরা তারকা কেভিন ডি ব্রুইনের ইনজুরি। আর চোট বেশ মারাত্মকই মনে হচ্ছে গার্দিওলার। অথচ দুই সপ্তাহও বাকী নেই চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে পিএসজির বিপক্ষে নামতে হবে সিটিজেনদের।

চলতি মৌসুমে অসাধারণ ফুটবল উপহার দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় প্রায় নিশ্চিত করেছে সিটি। যদিও এখনও আসরের ৯ রাউন্ড বাকী। মাঝে অসাধারণ ছন্দেই এগিয়েছিল দলটি। টানা ২১টি ম্যাচে জয়। সে জয়রথ থামে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। এরপর লিডস ইউনাইটেডের কাছেও হারে দলটি। সে ধারায় আগের দিন চেলসির কাছে ১-০ গোলের হারে কাপ থেকে ছিটকে যায় দলটি। তাই স্বাভাবিকভাবেই হঠাৎ ছন্দপতনে বড় দুশ্চিন্তায় ক্লাবটি।

আর সে দুশ্চিন্তা আরও বাড়ে ডি ব্রুইনের ইনজুরিতে। নিঃসন্দেহে ক্লাবটির প্রাণভোমরা এ বেলজিয়ান তারকা। লিগে এ তারকা না খেললেও শিরোপা পুনরুদ্ধারে খুব একটা সমস্যা হবে না তাদের। কারণ দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে দলটি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ডি ব্রুইনের অভাব বড় ভোগান্তিতে ফেলতে পারে দলটিকে। প্রতিপক্ষ পিএসজির মতো শক্তিশালী দল। যে দলে খেলেন কিলিয়ান এমবাপে, নেইমারের মতো বিশ্বমানের খেলোয়াড়রা। গত আসরের ফাইনালিস্টও দলটি।

চেলসি মিডফিল্ডার এনগোলো কান্তের সঙ্গে বল দখলের লড়াইয়ে সংঘর্ষ হয়েছিল ডি ব্রুইনের। ডান পায়ে আঘাত লেগেছিল তার। তবে প্রাথমিক শুশ্রূষা নিয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন। তবে ম্যাচের ৪৭তম মিনিটে মাঝ মাঠে বসে পড়েন। এরপর তাকে তুলে নেন কোচ গার্দিওলা। ম্যাচ শেষে তার ইনজুরি নিয়ে সিটি কোচ বলেন, 'ইনজুরি নিয়ে বিবিসিকে গার্দিওলা বলেন, 'তার ব্যথা রয়েছে। আগামীকাল (আজ) পরীক্ষা করানো হবে। তবে তারা বলছে এটা খুব ভালো দেখাচ্ছে না।'

ডি ব্রুইনের ইনজুরি কতোটা গুরুতর তা জানা যাবে আজই। তবে শেষ পর্যন্ত যদি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে হয় তাকে তাতে সিটির স্বপ্ন পূরণে নিঃসন্দেহে বড় ধাক্কা খাবে দলটি। ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে দলটি। দেখছে শিরোপা স্বপ্নও। এছাড়া কারাবাও কাপের ফাইনালেও উঠেছে দলটি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago