চাঁদপুরে টিকার জন্যে দীর্ঘ লাইন, উপেক্ষিত স্বাস্থ্যবিধি
চাঁদপুরে করোনা টিকা নিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। আজ রবিবার দুপুরে সরেজমিন চাঁদপুর সদর হাসপাতালের করোনা টিকা কেন্দ্রে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
এসময় টিকা নিতে আসা অনেকেই অভিযোগ করেন, টিকা নিতে এসে অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না। অনেকে লাইন ভেঙে টিকা নিয়ে চলে যাচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গত দুদিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে এই ভিড় লেগেই আছে। তাদের অনুরোধ করা সত্ত্বেও তারা স্বাস্থ্যবিধি মানছেন না।
স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ নিয়ে চাঁদপুর সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘আমাদের জায়গা সংকটের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারপরও সামাজিক দূরুত্ব বজায় রেখে টিকা নিতে আসা মানুষদের নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু, মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।’
তিনি আরও বলেন, ‘শনিবার পর্যন্ত চাঁদপুরে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮২৮জন। করোনায় মারা গেছেন ১০৪ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগী ৩৭ জন।’
Comments