অভিবাসী শ্রমিকদের জন্য ৪ বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছে
আজকের জন্য নির্ধারিত ১২টি বিশেষ ফ্লাইটের মধ্যে বিকেল তিনটা পর্যন্ত ৪টি ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, এই চারটি ফ্লাইটের মধ্যে ঢাকা-দাম্মাম এবং ঢাকা-রিয়াদ রুটের দুটি ফ্লাইট বাংলাদেশ বিমান পরিচালনা করেছে।
তিনি আরও বলেন, ঢাকা-মাস্কাট রুটে ওমান এয়ার একটি এবং ঢাকা দুবাই রুটে এমিরেটস একটি ফ্লাইট আজকে পরিচালনা করে।
এয়ারপোর্ট সুত্রগুলো জানিয়েছে, করোনাভা্ইরাসের প্রকোপ কমাতে দেশব্যাপি চলমান এক সপ্তাহের লকডাউনের কারণে দেশে আটকা এক হাজারের মতো প্রবাসী শ্রমিক এই চারটি ফ্লাইটে সৌদি আরব, ওমান ও আরব আমিরাতে তাদের কর্মস্থলে ফিরতে পারছেন।
বিমানবন্দরের পরিচালক জানিয়েছেন, আজকের নির্ধারিত ১২টি ফ্লাইটের কোনোটি এ পর্যন্ত বাতিল হয়নি।
এদিকে, বিভিন্ন দেশে ফিরতি টিকেট রি-ইস্যু করতে রাজধানীর মতিঝিলে বিমানের অফিসে এবং হোটেল সোনারগাঁওএ সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের অফিসে আজ দ্বিতীয় দিনের মতো ভিড় করেছেন প্রবাসী কর্মীরা।
সাউদিয়ার সামনে অপেক্ষমান বেশ কয়েকজন প্রবাসী শ্রমিক দ্য ডেইলি স্টারের এই সংবাদিককে জানান, সৌদি আরব ফিরতে না পারলে আগামী তিন চার দিনের মধ্যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে।
এদিকে, মতিঝিলে বিমানের অফিসের সামনে ভিড়ের চাপে পড়ে গিয়ে এক প্রবাসী কর্মীর আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এমন পরিস্থিতিতে সেখানে বিক্ষোভের ঘটনাও ঘটে। সেখানে থাকা অনেকেই জানিয়েছেন, লকডাউন পরিস্থিতির মধ্যে নানা ঝামেলা সয়ে তারা বিভিন্ন জেলা থেকে অনেক খরচ করে ঢাকায় এসেছেন।
‘কিন্তু এখানে এসে আমরা বিমানের কর্মকর্তাদের কাছে জানতে পারছি না কবে আমাদের ফিরতি টিকেট রি-ইস্যু করা হবে’ বলছিলেন সিলেটের কানাইঘাট থেকে আসা প্রবাসী কর্মী তাজউদ্দিন আহমেদ।
সৌদি আরবের টিকেট পেতে এসেছেন আমিনউদ্দিন নামের আরেকজন, তিনি বলছেন, গত ১৬ এপ্রিল তার কর্মস্থলে ফেরার তারিখ ছিল। লকডাউন এবং উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে তিনি তা পারেননি।‘
আমিনউদ্দিন বলছিলেন, ‘আগামী ২১ এপ্রিল ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। যদি তার আগে পৌঁছাতে না পারি তাহলে বড় ঝামেলায় পড়ে যাব।’
গতকাল ঢাকা থেকে আটটি ফ্লাইট বাতিলের কারণে বাংলাদেশি কয়েক হাজার প্রবাসী কর্মীর কর্মস্থলে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।
সরকার গত ১৪ এপ্রিল, এক সপ্তাহের জন্য বাংলাদেশে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইটের আসা যাওয়া বন্ধ ঘোষণা করে।
একদিন পরেই, প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে কর্তৃপক্ষ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং সিঙ্গাপুরের জন্য ১০০ বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দেয়।
আরও পড়ুন:
বিমানের বিশেষ ফ্লাইট বাতিল, সৌদিগামী অভিবাসীদের বিক্ষোভ
শনিবার থেকে দুবাই, মাস্কাট, দোহা ও সিঙ্গাপুরে ইউএস-বাংলার ফ্লাইট
অভিবাসীদের জন্য সৌদি, ওমান, কাতার, আমিরাত ও সিঙ্গাপুরে ১০০ বিশেষ ফ্লাইট
লকডাউনে সৌদি আরব, ইউএই, ওমান, কাতার ও সিঙ্গাপুরগামীদের জন্যে বিশেষ ফ্লাইট
Comments