ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ৪২ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: কৃষিমন্ত্রী

গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, দেশব্যাপী অতিরিক্ত তাপদাহে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকার ইতোমধ্যে ৪২ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ও সহায়তা কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

আজ রবিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরিদর্শনকালে এ কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মন্ত্রী বলেন, ‘সরকার চায় ভবিষ্যতে যেন দেশের মেহনতি কৃষকরা এমন বিপর্যয়ের মুখে না পড়েন। সেজন্য  উচ্চ তাপমাত্রা সহনশীল এবং রোগ ও পোকার আক্রমণ প্রতিরোধক উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।’

সম্প্রতি দেশব্যাপী উচ্চ তাপদাহে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি মোকাবিলায় কৃষিবিদদের কর্মকাণ্ড দেখতে ধান গবেষণা মাঠ পরিদর্শন করেন মন্ত্রী। তিনি প্রায় এক ঘণ্টাব্যাপী ধান গবেষণার বিভিন্ন মাঠ ঘুরে দেখেন এবং ব্রি’র মহাপরিচালক ড. শাহজাহান কবীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় ব্রি’র গবেষণা মাঠে উচ্চ তাপমাত্রা সহনশীল ধান, বিভিন্ন রোগ ও পোকার আক্রমণ প্রতিরোধী ধানের জাত, অধিক ফলনশীল ধান, হাইব্রিড ধান এবং দেশ-বিদেশ থেকে সংগৃহীত কালো ধানসহ উন্নত গুণগতমান সম্পন্ন ধানের প্রদর্শনী প্লটগুলো পরিদর্শন করেন কৃষিমন্ত্রী।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

11h ago