মামুনুল হককে গ্রেপ্তারের পর ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা জোরদার
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেপ্তারকে কেন্দ্র করে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া শহর ও এর আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রবিবার দুপুর আড়াইটার পর থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরজুড়ে তিন শতাধিক পুলিশ বাহিনী মোতায়েন আছে।’
আজ বিকেল তিনটার পর থেকে শহরের কুমারশীল মোড়, মঠের গোড়া, ফকিরাপুল, টি.এ. রোড ও কাউতলী এলাকায় সড়কে র্যাব ও পুলিশ সদস্যদেরকে টহল দিতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহর ও শহরতলীর প্রধান প্রধান সড়কগুলো বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।
এর আগে, গত ৯ এপ্রিল জেলার নয়টি থানা এবং পুলিশ সুপারের কার্যালয়সহ ২৭টি পুলিশি স্থাপনায় এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছিল।
জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিনে হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া ৫৬টি মামলায় রবিবার পর্যন্ত ২৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ২৫৮ জন হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক, ৩৭ জন বিএনপির নেতাকর্মী এবং ৩ জন জামায়াত-শিবিরের কর্মী।
আরও পড়ুন:
হেফাজতের যুগ্ম-মহাসচিব জুনায়েদ বারিধারা মাদ্রাসা থেকে গ্রেপ্তার
হেফাজতের ঢাকা মহানগরের সহ-সভাপতি জুবায়ের গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: ৪৫ মামলায় ৩৩ হাজার আসামি, নাম নেই হেফাজতের কারও
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: ৭ মামলায় হেফাজতের কারও নাম নেই
‘হেফাজতের তাণ্ডব ঠেকাতে ব্যর্থ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ’
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব: ১১ মামলা, ১০ হাজারের বেশি আসামি, গ্রেপ্তার ২১
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি
ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, রেলস্টেশন ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় মামলা ৩, আসামি ৬৫০০
ময়নাতদন্ত ছাড়াই দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিহত আশিকের
সরাইলে ফাঁড়িতে হামলা, ১৫ পুলিশ সদস্য আহত
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি অফিস, গণগ্রন্থাগার, আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আগুন
২৬ মার্চের সহিংসতা: হেফাজত নেতা মামুনুল হকের নামে মামলা
বাবুনগরী-মামুনুলসহ হেফাজতের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির
Comments