চাঁদাবাজি মামলায় সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কারাগারে
চাঁদাবাজিসহ দুই মামলায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শ্যামল উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টায় উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত শ্যামল উদ্দিন পৌরসভার ভানুয়াই মহল্লার মো: আব্দুর রব খোকনের ছেলে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামলের নেতৃত্বে সোনাইমুড়ী বাজারে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে ট্যাক্সের টাকা উত্তোলনে নিয়োজিত শ্রমিক দেলোয়ার হোসেনের (৩২) ওপর হামলা চালায়। ওই ঘটনায় দেলোয়ার বাদি হয়ে থানায় শ্যামলসহ সাত জনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ এনে মামলা করেন। এর আগে ২০১৯ সালের একটি চাঁদাবাজির মামলায় শ্যামল ওয়ারেন্টভুক্ত আসামি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি শ্যামলের বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। শ্যামলকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Comments