এমপির বিরুদ্ধে পোস্ট: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অটোরিকশা চালক কারাগারে
কুষ্টিয়ায় এমপি সেলিম আলতাফ জর্জকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ শেয়ার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, রফিকুল ইসলাম (৩০) নামের ওই যুবককে আজ দুপুরে কুমারখালীর দয়রামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা। পেশায় তিনি সিএনজি অটোরিকশা চালক।
ওসি জানান, অভিযুক্ত রফিকুল কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে নিয়ে নিয়ে একটি আপত্তিকর পোস্ট গতরাতে শেয়ার দেন।
এটি দেখে এমপির চাচাতো ভাই আবু সাইদ জনি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১)/৩১(২) ধারায় আজ সকালে মামলা করেন।
রফিকুলকে আজ সন্ধ্যায় কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Comments