দ. আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকা আনছে অ্যাস্ট্রাজেনেকা

oxford-vaccine
ছবি: সংগৃহীত

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধ করতে পুরোপুরি সক্ষম নয় বলে ইতোমধ্যে গবেষণায় দেখা গেছে। তাই অ্যাস্ট্রাজেনেকা তাদের ভ্যাকসিন এমনভাবে প্রস্তুত করার কাজ শুরু করেছে, যেন তা দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট থেকেও মানুষকে সুরক্ষা দিতে পারে।

গতকাল রোববার অস্ট্রিয়ার সংবাদমাধ্যম কুরিয়ারে দেওয়া সাক্ষাৎকারে অ্যাস্ট্রাজেনেকার অস্ট্রিয়া কান্ট্রি ম্যানেজার সারাহ ওয়াল্টার্স জানান, পরিবর্তিত এ টিকা চলতি বছরের শেষ নাগাদ ব্যবহারের জন্য প্রস্তুত হতে।

সাক্ষাৎকারটির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সারাহ ওয়াল্টার্স বলেন, ‘অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় টিকাকে দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর করার লক্ষ্যে কাজ শুরু করেছে। এ টিকা বছরের শেষ নাগাদ প্রস্তুত হবে বলে আশা করছি আমরা।’

টিকা সরবরাহে দেরি হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, টিকা উৎপাদনের ‘জটিল পদ্ধতির’ কারণে এমনটা হচ্ছে।

দেহে রক্ত জমাট বাঁধার সঙ্গে সম্পৃক্ততা থাকার সন্দেহে কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকাদান স্থগিত করা হয়েছে। গত শনিবার কানাডায় এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। বিষয়টি পর্যবেক্ষণে রেখে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

তবে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার সঙ্গে দেহে রক্ত জমাট বাঁধার ঘটনার কোনো যোগসূত্র নেই বলে ইতোমধ্যে ডব্লিউএইচও, ব্রিটেন ও ইউরোপের স্বাস্থ্য রেগুলেটরসহ অ্যাস্ট্রাজেনেকা থেকেও জানানো হয়েছে।

আরও পড়ুন:

দ. আফ্রিকার ভ্যারিয়েন্টের ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কতটা কার্যকর

প্রশ্ন-উত্তরে অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতার প্রমাণ

বিভ্রান্তি নয়, নির্দ্বিধায় ভ্যাকসিন নিতে হবে

অক্সফোর্ড ভ্যাকসিনের কারণে রক্ত জমাট বাঁধা এবং আমাদের যত ভ্রান্তি!

অক্সফোর্ড ভ্যাকসিন কতটা সুরক্ষা নিশ্চিত করে?

ভ্যাকসিন নিলেও করোনায় আক্রান্তের সম্ভাবনা থাকে?

ভারতে করোনার নতুন স্ট্রেইন, বাংলাদেশে সতর্কতা জরুরি

৪ সপ্তাহের পার্থক্যে দ্বিতীয় ডোজে ভ্যাকসিনের কার্যকারিতা ৫৩ শতাংশ, ১২ সপ্তাহে ৮৩ শতাংশ

করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয় না বাংলাদেশের পিসিআর পরীক্ষায়

যুক্তরাজ্যের স্ট্রেইন দেশে শনাক্ত: ‘দেরিতে জানিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারছি’

করোনার নতুন স্ট্রেইন: করছি কী, করণীয় কী

করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে ভ্যাকসিনের কার্যকারিতা ‘কিছুটা কমতে পারে

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

39m ago