শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব: জিদান
এল ক্লাসিকো জিতে লা লিগা শিরোপা ধরে রাখার সম্ভাবনাটা জোরালো করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু আগের দিন অপেক্ষাকৃত দুর্বল গেতাফের বিপক্ষে পয়েন্ট হারিয়ে সমীকরণ ফের কঠিন করে ফেলেছে দলটি। তবে এখনও শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েনি লস ব্লাঙ্কোসরা। তাই শেষ পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার করলেন রিয়াল কোচ জিনেদিন জিদান।
গেতাফের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। টানা চার জয়ের পর পয়েন্ট হারাল তারা। একই দিনে এইবারকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ফলে দুই দলের মধ্যকার পয়েন্টের পার্থক্য হলো ৩। আসরের এখনও সাত রাউন্ড বাকী।
তাই এখনও সব কিছু শেষ হয়ে যায়নি রিয়ালের। বাকী ম্যাচে নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করে লড়াই চালিয়ে যেতে চান জিদান, 'আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি। তবে আক্রমণ এবং রক্ষণ দুই বিভাগেই আমাদের স্বচ্ছতার অভাব ছিল। উপরের দিকে আমরা কিছু মিস করছি। একটি ড্র, তবে আমরা লড়াই চালিয়ে যাব। এখানেই সব শেষ হয়ে যাচ্ছে না।'
তবে রিয়ালের জন্য বড় ধাক্কা একের পর এক খেলোয়াড়রা ইনজুরিতে পড়ছেন। সবশেষ ফেরলান্দ মেন্দি ও ফেদে ভালভার্দে যোগ দিয়েছেন এ তালিকায়। অবস্থাটা এমন যে বাধ্য হয়ে আগের দিন একাডেমির খেলোয়াড়দের মাঠে নামাতে হয়েছে জিদানকে।
এ অবস্থা থেকে দ্রুতই মুক্তি চান জিদান। তবে সবাইকে না পেলেও যে স্কোয়াড আছে তাই নিয়ে লড়াইয়ের প্রত্যয়ও ঝরে তার কণ্ঠে, 'আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাই। এর কোনো শেষ নেই। মানসিকভাবে, আমরা ভালো আছি। আমাদের ভালোভাবে বিশ্রাম নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। দেখা যাক কি হয়। আমরা মৌসুমের শেষ অবধি লড়াই চালিয়ে যাব।'
উল্লেখ্য, ৩১ ম্যাচ শেষে ২০টি জয় ও ৭টি ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। সমান ম্যাচে শীর্ষে থাকা অ্যাতলেতিকোর পয়েন্ট পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সংগ্রহ ৬৫ পয়েন্ট। লড়াইয়ে আছে সেভিয়াও। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৬৪।
Comments