কালিয়াকৈর হেফাজতের আমিরসহ গ্রেপ্তার ৩

গাজীপুরে ‘পুলিশের ওপর ককটেল নিক্ষেপের’ ঘটনায় কালিয়াকৈর উপজেলা হেফাজতে ইসলামের আমিরসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরে ‘পুলিশের ওপর ককটেল নিক্ষেপের’ ঘটনায় কালিয়াকৈর উপজেলা হেফাজতে ইসলামের আমিরসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার ভোররাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন গ্রেপ্তারের সত্যতা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো কালিয়াকৈর উপজেলা হেফাজতে ইসলামের আমির কালিয়াকৈর ওলামা পরিষদের সভাপতি ও চন্দ্রা দারুল-উলুম মাহমুদ নগর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা এমদাদুল্লাহ ওরফে এমদাদুল হক (৫০), চন্দ্রা দারুল-উলুম মাহমুদ নগর মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম (৪০) ও মোহাম্মদ আলীকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে তিন ভাই।

অন্যান্য দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানিয়েছেন তিনি।

ওসি আমির হোসেন বলেন, ‘পুলিশ গোপন সংবাদে জানতে পারে যে হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে কয়েকজন দুষ্কৃতিকারী কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-কালামপুরগামী রোডে ধ্বংসাত্মক কার্যক্রম ও অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।’

‘পরে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল আজ সোমবার ভোররাত সোয়া ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় উপস্থিত হলে ৩৫ থেকে ৪০ জন দুষ্কৃতিকারী অতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে।’

‘এতে তিন পুলিশ সদস্য আহত হন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সে সময় আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। পরে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়।’

আহত তিন পুলিশ সদস্যকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) পারভেজ আহম্মেদ সেলিম ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলী মোল্লার অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।’

‘ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে,’ যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago