নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও এক মামলা
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা করা হয়েছে।
গতকাল রোববার রাতে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়েছে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
তিনি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে ইলিয়াস নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেছেন।
এর আগে, একই অভিযোগে গতকালই রাজধানীর শাহবাগ থানায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেই একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
Comments