‘পাওনা পরিশোধ করার পরিবর্তে শ্রমিকদের হত্যা করা হয়েছে’

বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে আহত শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: রাজীব রায়হান

চট্টগ্রামের বাঁশখালীতে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এস আলম গ্রুপের যৌথ উদ্যোগে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে সক্রিয় সংগঠন থ্রিফিফটি ডট অরগ ও ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস।

থ্রিফিফটি ডট অরগ এর সংগঠক শিবায়ন আজ এক বিবৃতিতে বলেন, ‘এই ভয়াবহ ট্রাজেডি কখনই ঘটার কথা ছিল না। মহামারিতে আমরা এখন আর্থিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছি। শ্রমিকদের প্রাপ্য পাওনা না পরিশোধ করার পরিবর্তে ঠাণ্ডা মাথায় তাদের হত্যা করা হয়েছে। শ্রমিকদের মজুরি পাওয়াটা মৌলিক মানবাধিকার—এটা পেলে তাদের আন্দোলনই করতে হতো না। এ থেকে এটা পরিষ্কার যে কয়লা আমাদের জীবনের জন্য কতটা বিধ্বংসী। এই কোম্পানিগুলো শুধু জলবায়ু বিপর্যয়ই ঘটাচ্ছে না, তারা পাঁচজন পরিশ্রমী মানুষের প্রাণহানির জন্য দায়ী যারা ছিলেন কারও সন্তান, বাবা কিংবা ভাই। আমরা তাদের জন্য ন্যায়বিচার চাই।’

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রতিষ্ঠাতা সোহানুর রহমান বলেন, ‘শ্রমিকদের প্রাণহানিতে একজন তরুণ জলবায়ু যোদ্ধা হিসেবে যারপরনাই আমি স্তম্ভিত ও বিমর্ষ। শ্রমিকদের অধিকার ও বকেয়া বেতন দাবি করে তারা তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করছিলেন। কিন্তু এর বিনিময়ে তাদের জীবন দিতে হলো। সেপকো থ্রি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের অবস্থা ও এই হতাহতের ঘটনা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। কর্তৃপক্ষকে অবশ্যই এটা বলতে হবে যে কেন শ্রমিকদের ওপর গুলি চলল।’

আরও পড়ুন:

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ৫

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

48m ago