মুন্সিগঞ্জে হেফাজত নায়েবে আমিরের সহযোগী গ্রেপ্তার
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল হামিদের সহযোগী আবদুল মতিনকে (৫২) কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে ভার্চুয়াল আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সোমবার রাত ৮টার দিকে তাকে সিরাজদিখান থানা পুলিশ গ্রেপ্তার করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামরুজ্জান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ‘গ্রেপ্তারকৃত আবদুল মতিন সিরাজদিখানের মধুপুর মাদ্রাসার পরিচালক ও হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল হামিদের ঘনিষ্ঠ সহযোগী। তিনি হেফাজতে কোনো পদে আছেন তা জানা যায়নি।’
আজ তাকে ভার্চুয়াল আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।’
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৮ মার্চ হেফাজতের হরতালে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনার সিরাজদিখান থানায় ১০টি মামলা হয়েছে। এর মধ্যে নয়টি মামলার এজাহার নামীয় আসামি আবদুল মতিন। তিনি সিরাজদিখানের মধুপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। ১০টি মামলায় এ পর্যন্ত পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
Comments