২৪ এপ্রিল থেকে ঢাকা-গুয়াংজু রুটে ইউএস-বাংলার ফ্লাইট

US-Bangla_737-800.jpg
ছবি: সংগৃহীত

বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা আগামী ২৪ এপ্রিল থেকে ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিশেষ অনুমতি প্রাপ্ত হয়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতি শনিবার রাত ১০টা ১০ মিনিটে চীনের গুয়াংজুর উদ্দেশে ইউএস-বাংলার ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটে গুয়াংজুতে পৌঁছাবে। গুয়াংজু থেকে প্রতি রোববার ভোর ৫টায় ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। সকাল ৭টায় ঢাকায় অবতরণ করবে।

ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে।

করোনাকালে সব ধরনের স্বাস্থবিধি পরিপালন করে ইউএস-বাংলা ঢাকা থেকে দুবাই, দোহা, মাস্কাট ও সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইট পরিচালনা করছে। বিদেশ গমনেচ্ছু সব যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

বিদেশ থেকে আসা যাত্রীরা নিজেদের খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন। বর্তমানে ইউএস-বাংলার উড়োজাহাজ বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০ ছাড়াও ১৩টি এয়ারক্রাফট রয়েছে।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

7h ago