বেনাপোলে ৬ দিনে ভারতফেরত ১৮ জনের করোনা শনাক্ত
চলতি লকডাউনের প্রথম ছয় দিনে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফেরা এক হাজার ৫০০ বাংলাদেশি পাসপোর্টধারীর মধ্যে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, চিকিৎসার জন্য ভারতে গিয়ে গত ছয় দিনে দেশে ফিরেছেন এক হাজার ৫০০ বাংলাদেশি। করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকা সত্ত্বেও দেশে ফেরা যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য পরীক্ষা করে ১৮ জন যাত্রীর করোনা শনাক্ত হয়েছে।
সূত্র জানায়, বর্তমান করোনা পরিস্থিতিতে একমাত্র বেনাপোল ও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে স্থলপথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল সচল আছে। ভারত সরকারের নিষেধাজ্ঞায় দেশের অন্যান্য স্থলপথে ইমিগ্রেশনের কার্যক্রম সাময়িক বন্ধ আছে। বর্তমানে ভারত ভ্রমণের ক্ষেত্রে গত বছরের জুলাইয়ের পর ইস্যুকৃত নতুন ভিসা এবং ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ লাগছে। এ পথে যারা যাতায়াত করছেন তাদের ৯৫ শতাংশ মেডিকেল ভিসায় যাচ্ছেন। বাকি পাঁচ শতাংশ বিজনেস, স্টুডেন্ট ও কূটনৈতিক ভিসায় যাতায়াত করছেন। দুই বার করোনা পরীক্ষায় তিন হাজারেরও অধিক টাকা খরচে বেশ কষ্ট পোহাতে হচ্ছে চিকিৎসা সেবীদের।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুভাশিস রায় দ্য ডেইলি স্টারকে জানান, করোনা পজিটিভ যাত্রীদের পুলিশ প্রটেকশনে বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে ভারত থেকে ফিরে আসা অধিকাংশ যাত্রীকে বেনাপোলের বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।
পরবর্তীতে তাদের নমুনা পরীক্ষা করা হবে এবং চেকপোস্ট স্বাস্থ্য বিভাগে সতর্কতা জারি আছে বলেও জানান তিনি।
Comments