বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দলে ফিরলেন ম্যাথিউস

angelo mathews
ছবি: টুইটার

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের শ্রীলঙ্কা দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু চোটের কারণে লঙ্কানরা পাচ্ছে না কুসল পেরেরা আর লাসিথ এম্বুলদেনিয়াকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গতির ঝড় তোলা পেসার দুশমন্ত চামিরা ছুটিতে থাকায় খেলছেন না এই সিরিজ।

মঙ্গলবার দুই টেস্টের জন্য ১৮ জনের স্কোয়াড গণমাধ্যমে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। তবে সপ্তাহখানেক আগে থেকেই পুরো স্কোয়াড নিয়ে অনুশীলন চালাচ্ছে তারা। স্কোয়াডে পাঁচ পেসার রেখেছেন নির্বাচকরা।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে খুব বেশি বদল আনেনি লঙ্কানরা। কিছু পরিবর্তন ছিলে একদম অবধারিত। চোটের কারণে বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া ছিটকে যাওয়ায় জায়গা পেয়েছেন প্রবিন জয়াবিক্রমা।

চোটের কারণে নেই ব্যাটসম্যান কুসল পেরেরা। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নেই পেসার চামিরা। তবে ফিরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে মাঝপথে দেশে চলে আসা অভিজ্ঞ ম্যাথিউস।

বুধবার (২১ এপ্রিল) পালেকেল্লেতে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। 

বাংলাদেশ সিরিজের শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওসাদা ফার্নেন্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, রোশান সিলভা, সুরাঙ্গা লাকমাল, ওয়েইন্দু হাসারাঙ্গা, বিশ্ব ফার্নেন্দো, রমেশ মেন্ডিস, আসিতা ফার্নেন্দো, লাহিরু কুমারা, পাথুম নিশানকা, দিলশান মাদুশানকা, প্রবিন জয়াবিক্রমা।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

8h ago