খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক কারাগারে

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক আবু তৈয়বকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকাল ১০টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক আবু তৈয়বকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকাল ১০টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু তৈয়ব এনটিভি ও দৈনিক লোক সামাজ পত্রিকার খুলনা প্রতিনিধি। গতকাল রাতে খুলনা শহরের নূরনগর এলাকায় তার বাড়ি থেকে পুলিশ তৈয়বকে গ্রেপ্তার করে। এর আগে বিকেলে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বাদী হয়ে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আশরাফুল আলম আরও বলেন, আবু তৈয়ব একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন, যেখানে মেয়রের কথা উল্লেখ ছিল। ওই ঘটনার জের ধরে সিটি মেয়র গতকাল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। রাতে আবু তৈয়বকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

Comments

The Daily Star  | English

Complaint lodged against Hasan Mahmud, Nowfel among 119 in Ctg

A complaint was lodged with a Chattogram court today accusing former ministers Hasan Mahmud and Mohibul Hassan Chowdhury Nowfel and 117 other Awami League men over attacking students during mass protest in the port city on August 4

50m ago