মোবাইল চুরি দেখে ফেলায় শিক্ষার্থীকে হত্যা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা করেছে অপর এক শিক্ষার্থী।
আজ বুধবার বিকেলে উপজেলার বড় কোয়ালিবের এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ১৪ বছর বয়সী সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
নিহত ইমন হোসেন (১২) ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থী।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক কুমার দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কয়েকদিন আগে আটক শিক্ষার্থী একটি মোবাইল ফোন চুরি করে। ইমন ঘটনাটি দেখে ফেলে এবং অন্যদের বলে দেয়। এতে সে ক্ষুব্ধ হয়ে আজ দুপুরে ইমনকে ডেকে একটি নির্জন এলাকায় নিয়ে যায় এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।’
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ইমনের মরদেহ উদ্ধার করেছে বলে জানান তিনি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে যোগ করে ওসি।
Comments