লালমনিরহাটে করোনায় এনজিও কর্মীর মৃত্যু

লালমনিরহাটে করোনায় আক্রান্ত হয়ে মুকুল চন্দ্র ভাস্কর (৫৪) নামে বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মী মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়েছে। মুকুল চন্দ্র ভাস্করের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।’
মুকুল চন্দ্র ভাস্কর লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়াটেপা গ্রামের মৃত ভরত চন্দ্র ভাস্করের ছেলে। তিনি আরডিআরএস (রংপুর দিনাজপুর ত্রাণ ও পুনর্বাসন সংস্থা) বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন।
তার স্ত্রী স্বপ্না রানী একটি বেসরকারি ক্লিনিকে কাজ করেন। স্বপ্না দ্য ডেইলি স্টারকে বলেন, তিনিই প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে তার সংস্পর্শে এসে মুকুল চন্দ্র আক্রান্ত হন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ডা. নির্মলেন্দু রায় আরও জানান, লালমনিরহাটে এ পর্যন্ত ২৪ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত ব্যক্তি ছিলেন এক হাজার ৩২ জন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৯৮৫ জন, মারা গেছেন ১১ জন। চিকিৎসাধীন ৩৬ জন।
Comments