শীর্ষ খবর

করোনায় চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফজলুল হকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. ফজলুল হক। রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা পৌনে ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
অধ্যাপক ডা. ফজলুল হক। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. ফজলুল হক। রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা পৌনে ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী। ঢামেক হাসপাতালের চক্ষু বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনিসুর রহমান ও গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউ বিভাগের মেডিকেল অফিসার ডা. হাবিবও বিষয়টি ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, দীর্ঘদিন ধরেই অধ্যাপক ডা. ফজলুল হক নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হয়ে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ তিনি মারা গেলেন।

তিনি আরও জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন অধ্যাপক ডা. ফজলুল হক। তিনি বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) আজীবন সদস্য ছিলেন।

এফডিএসআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৬৫ জন চিকিৎসক মারা গেছেন।

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago