সালথায় সহিংসতার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ৫ দিনের রিমান্ড

মো. ওয়াহিদুজ্জামান। ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় গত ৫ এপ্রিল রাতে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের (৪০) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলার মুখ্য বিচারিক আদালতের বিশেষ হাকিম মো. ফারুক হোসাইনের আদালতে রিমান্ডের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে, গত সোমবার রাত ৮টায় ডিবি পুলিশের একটি দল ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকা থেকে ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে হাজির করা হলেও সেদিন তার রিমান্ডের শুনানি হয়নি।

ওয়াহিদুজ্জামান ২০১৪ সালে বিএনপির সমর্থন নিয়ে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৫ সালের ১৯ আগস্ট তিনি আওয়ামী লীগে যোগ দেন।

সালথায় সরকারি অফিসে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার সাত আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিরভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান বলেছেন।

সরকার ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে গত ৫ এপ্রিল রাতে সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে সহিংসতার ঘটনায় মোট সাতটি মামলা হয়। এসব মামলায় ৩৬৪ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে আরও চার হাজার।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

56m ago