তৃতীয় দিনেও ব্যাট করতে চায় বাংলাদেশ

তৃতীয় দিনেও ব্যাট করতে নামার কথা জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
liton das
ছবি: এসএলসি

অলোক স্বল্পতায় শেষ সেশনে ২৫ ওভার খেলা হতে পারেনি। পাঁচশো ছাড়িয়ে শেষ বিকেলে প্রতিপক্ষকে ব্যাট করতে নামানোর তাই সুযোগ পায়নি বাংলাদেশ। তবে ম্যাচের এই অবস্থায় দুদিন পেরিয়ে গেলেও ইনিংস ছেড়ে দেওয়ার কথা এখনি ভাবছে না বাংলাদেশ।  তৃতীয় দিনেও ব্যাট করতে নামার কথা জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। নিজেদের বোলিং বৈচিত্র্যে আস্থা রেখে ম্যাচ জয়ের আশাও করছেন তিনি।

বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৪ রান। ৪৩ রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহিম, ২৫ রানে ক্রিজে আছেন লিটন দাস। এর আগে নাজমুল হোসেন শান্ত ১৬৩ আর অধিনায়ক মুমিনুল হক করে যান ১২৭ রান।

ব্যাট করার জন্য ভীষণ ভাল উইকেটে এক ইনিংসেই দুদিন পেরিয়ে যাওয়ায় এই ম্যাচ থেকে ফল আসার সংশয়ও তৈরি হয়েছে। তবে সময় বাঁচাতে ইনিংস ছেড়ে না দিয়ে আগে নিরাপদ একটা পুঁজির খোঁজ করছে বাংলাদেশ, দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন ডমিঙ্গো,  ‘খারাপ আবহাওয়ায় কয়েক ওভার নষ্ট হয়ে গেছে। যদি আর কোন ওভার নষ্ট না হয় তাহলে আবার নামব (ব্যাট করতে), রাতে আমরা কথা বলব এই নিয়ে।  কাল সকালে দ্রুত কিছু রান করতে চাইব। যদি ৫২০ বা এর আশেপাশে করতে পারি তাহলে ওদের চাপে ফেলা যাবে।’

উইকেটের যা অবস্থায় লঙ্কান ব্যাটসম্যানদের এখানে বড় রান পাওয়ার কথা। তবে ডমিঙ্গো মনে করেন বাংলাদেশের হাতে থাকা বৈচিত্র্যময় বোলিং আক্রমণ গড়ে দিতে পারে তফাৎ, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। তবে আমাদের বেশ ভালো কয়েকজন বোলার আছে। তিনজন পেসার তিন রকমের। তারপর একজন অফ স্পিনার, একজন বাঁহাতি স্পিনার। কাজেই বোলিং বৈচিত্র্য আছে। সেই জায়গায় আমরা আশাবাদী।’

Comments

The Daily Star  | English

Culprits of Khagrachhari, Rangamati violence will be brought to book: CA office

High-powered probe body to be formed; home adviser to visit Khagrachharai and Rangamati tomorrow

3h ago