ঈদেই সালমান খানের ‘রাধে’

আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘রাধে’। ২০২০ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা আটকে যায়। তবে, চলতি বছরের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
সালমান খান। ছবি: সংগৃহীত

আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘রাধে’। ২০২০ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা আটকে যায়। তবে, চলতি বছরের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ তাদের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে।

জিনিউজ জানিয়েছে, ‘রাধে শুধু প্রেক্ষাগৃহে নয়, জিপ্লেক্স ও টেলিভিশনের পর্দায় বিশ্বের ৫০টির বেশি দেশে মাত্র ২৯৯ রূপি বা ৩৪০ টাকায় দেখা যাবে।’

‘রাধে’ ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্টেড’ সিনেমার সিকুয়েল বলে ধারণা করছেন অনেকেই। আগের পর্বের মতো এটিও পরিচালনা করেছেন প্রভুদেবা।

আজ ২২ এপ্রিল মুক্তি পেয়েছে ‘রাধে’র ট্রেলার। এরই মধ্যে ট্রেলারটি নেটিজেনে ঝড় তুলেছে। ট্রেলারে নিজের মেজাজেই দেখা গেছ সালমান খানকে। অ্যাকশন, রোম্যান্স ভরা ছবিতে তার বিপরীতে আছেন দিশা পাটানি। খল নায়কের চরিত্রে দেখা যাবে রণদীপ হুদাকে। এছাড়া, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জ্যাকি শ্রফ।

এর আগে, গত জানুয়ারিতে প্রেক্ষাগৃহে ‘রাধে’ মুক্তি দেওয়ার আবেদন জানিয়ে সালমান খানকে  চিঠি লিখেছিলেন সিনেমা প্রদর্শকরা। 

Comments