মেট্রোরেল কি পারবে ঢাকার দুর্ভোগ কমাতে?
মেট্রোরেলের কোচগুলো পৌঁছে গেছে ঢাকায়। দিনের পাশাপাশি রাতের বেলায়ও চলছে কাজ। কবে নাগাদ মেট্রোরেল চালু হবে বলে আমরা আশা করতে পারি? মেট্রোরেল কী পরিমাণ যাত্রী পরিবহন করবে? কাজ শেষ হলে ঢাকায় যানযট, দুর্ভোগ কতটা কমবে? সরাসরি স্টার নিউজরুম থেকে আজ জানব এই প্রশ্নগুলোর উত্তর।
মেট্রোরেলের কোচগুলো পৌঁছে গেছে ঢাকায়। দিনের পাশাপাশি রাতের বেলায়ও চলছে কাজ।
কবে নাগাদ মেট্রোরেল চালু হবে বলে আমরা আশা করতে পারি? মেট্রোরেল কী পরিমাণ যাত্রী পরিবহন করবে? কাজ শেষ হলে ঢাকায় যানযট, দুর্ভোগ কতটা কমবে?
সরাসরি স্টার নিউজরুম থেকে আজ জানব এই প্রশ্নগুলোর উত্তর।
Comments