তৃতীয় পরীক্ষায় করোনামুক্ত রিয়াজ

riaz
চিত্রনায়ক রিয়াজ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

করোনামুক্ত হলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ৷ ২১ দিন পর তৃতীয়বারের পরীক্ষায় তার কোভিড-১৯ নেগেটিভ এসেছে। আজ শুক্রবার রিয়াজ নিজেই দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অবশেষে ২১ দিন পর করোনা নেগেটিভ হলাম। রিপোর্ট পেয়েছি। ধন্যবাদ আমার স্ত্রী তিনা, যে গভীর মমতা নিয়ে পাশে ছিল। আমার ছোট্ট মেয়েটা, আমার বুকে ঝাপ দিতে পারেনি অনেকদিন। আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা নিয়মিত খোঁজ নিয়েছেন। আপনাদের সবার ভালোবাসার কাছে ঋণি হয়ে রইলাম।’

রিয়াজ ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিকে তাজউদ্দিন আহমদের চরিত্রে অভিনয় করছেন৷ এপ্রিলের শুরুতে তার মুম্বাই যাওয়ার কথা ছিল। করোনার নমুনা পরীক্ষা করালে গত ২ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বাড়িতে আইসোলেশনে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

আরও পড়ুন

দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ রিয়াজ

করোনায় আক্রান্ত চিত্রনায়ক রিয়াজ

Comments