মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, ১৪ করোনা রোগীর মৃত্যু
মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের ৭০ কিলোমিটার দূরে পালঘার জেলার ভিরারে বিজয় বল্লভ হাসপাতালের আইসিইউয়ে আগুনে অন্তত ১৪ করোনা রোগীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ভোররাত ৩টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
‘চারতলার হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লেগেছে’ উল্লেখ করে বিজয় বল্লভ হাসপাতালের প্রধান নির্বাহী দিলীপ শাহ গণমাধ্যমকে বলেন, ‘আগুন লাগার সময় হাসপাতালটিতে ৯০ জনের মতো রোগী ভর্তি ছিলেন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনায় শোক প্রকাশ করে এই টুইটার বার্তায় বলেছেন, ‘যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক এই প্রার্থনা করি।’
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের দুই লাখ রুপি করে দেওয়া হবে এবং মহারাষ্ট্র সরকার গুরুতর আহতদের ৫০ হাজার রুপি করে দেবে।
এতে আরও বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে মহারাষ্ট্র যখন হিমশিম খাচ্ছে তখন এমন দুর্ঘটনা ঘটল।
Comments