বাংলাদেশ

ভার্চুয়াল কোর্টের ৮ কর্মদিবসে ১৬৭ কিশোর জামিনে কারামুক্ত

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে ভার্চুয়াল কোর্টের গত আট কর্মদিবসে বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্ত ১৬৭ কিশোর জামিনে কারামুক্ত হয়েছেন। আজ শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
virtual_court-1.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে ভার্চুয়াল কোর্টের গত আট কর্মদিবসে বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্ত ১৬৭ কিশোর জামিনে কারামুক্ত হয়েছেন। আজ শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই সময়ে সারা দেশে কিশোরসহ মোট ১৫ হাজার ২১৭ হাজতি জামিনে মুক্তি পেয়েছেন। 

যোগাযোগ করা হলে সারা দেশে কিশোরসহ কতজন হাজতি বন্দি আছেন তাৎক্ষণিকভাবে সে তথ্য দ্য ডেইলি স্টারকে জানাতে পারেননি সাইফুর রহমান।

কারামুক্ত ১৫ হাজার ২১৭ হাজতির মধ্যে গতকাল অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনাল থেকে জামিন পেয়েছেন এক হাজার ৫৯২ জন। বিচারিক আদালতে মোট তিন হাজার ৩২টি ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়েছে। আট কর্মদিবসে ভার্চুয়াল কোর্টে ২৬ হাজার ৮৪৮টি জামিন আবেদনের ওপর শুনানি হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, সারা দেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি বর্জন করে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি ফৌজদারি মামলার শুনানি হচ্ছে।

এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন চলমান লকডাউনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা সংক্রান্ত নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

8h ago