এভারেস্টেও করোনা

এভারেস্টের চূড়ায় উঠতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নরওয়ের পর্বতারোহী এরলেন্ড নেস। এমন অবস্থায় তিনি ছয় দিন পর্বতেই ছিলেন। গত ১৫ এপ্রিল তাকে হেলিকপ্টারে করে সেখান থেকে উদ্ধার করে আনা হয়।
Mount Everest.jpg
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। ছবি: সংগৃহীত

এভারেস্টের চূড়ায় উঠতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নরওয়ের পর্বতারোহী এরলেন্ড নেস। এমন অবস্থায় তিনি ছয় দিন পর্বতেই ছিলেন। গত ১৫ এপ্রিল তাকে হেলিকপ্টারে করে সেখান থেকে উদ্ধার করে আনা হয়।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আনার পর সেখানকার দুটি হাসপাতালে নেস’কে তিনবার পরীক্ষা করানো হয়। তিনবারই তার করোনা পজিটিভ রেজাল্ট আসে।

এই পর্বতারোহী সংবাদমাধ্যম বিবিসি’কে বলেন, করোনার কারণে তাকে হাসপাতালে গত আট দিন আইসোলেশনে রাখা হয়েছিল।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার পর নেস’র শেরপা সহযোগীরও করোনা শনাক্ত হয়েছে।

‘পর্বতারোহণের সময় অনেক পর্বতারোহী মাস্ক পরেন না’ উল্লেখ করে নেস সংবাদমাধ্যমকে বলেছেন, করোনা থেকে রক্ষা পেতে তিনি সবসময়ই সতর্কতামূলক ব্যবস্থা নিতেন। তিনি নিয়মিত হাত ধোয়ার পাশাপাশি সারাদিন মাস্ক পরে থাকতেন।

তিনি কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা বুঝতেই পারছেন না। তবে মনে করেন, খুম্ভু উপত্যকায় এক চায়ের দোকান থেকে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার পরীক্ষায় নেস’র করোনা নেগেটিভ আসে। এখন তিনি কাঠমান্ডুতে তার এক বন্ধুর বাসায় থাকছেন।

বৈশ্বিক করোনা মহামারির কারণে এভারেস্টে আরোহণ প্রায় এক বছর বন্ধ রাখার পর সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেয় নেপাল।

এরপর এই পর্বতারোহীর করোনা ধরা পড়ায় নতুন সংকট সৃষ্টি হয়েছে। কেননা, দেশটির জাতীয় আয়ের একটি বড় অংশ আসে পর্যটন ও বিশেষ করে পর্বতারোহণের মাধ্যমে।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট’র তথ্য মতে, এভারেস্ট আরোহণের অনুমতি দিয়ে নেপাল প্রতি বছর ৪০ লাখ ডলার আয় করে থাকে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago