ডোবার কাদায় আটকে হাতি শাবকের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালায় পাহাড় থেকে পড়ে ডোবার কাদায় আটকে মারা গেছে একটি হাতি শাবক।
গতকাল বৃহস্পতিবার রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের নুর হোসেনের ঘোনা এলাকায় হাতিটি মারা যায়। তবে, হাতি শাবকটির মৃত্যুর সংবাদটি আজ জানা গেছে বলে জানিয়েছে বন বিভাগ।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন রাঙ্গুনিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পুরুষ হাতি শাবকটির বয়স দশ মাস। আমরা ধারণা করছি বুধবার রাতে পাশের পাহাড় থেকে পা পিছলে পড়ে সোজা নিচে নামার সময় ডোবার কাদায় আটকে যায় হাতিটি।’
‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। হাতিটি উদ্ধারের চেষ্টা চালালেও, চারপাশে হাতির পাল থাকায় সেটি সম্ভব হয়নি,’ বলেন তিনি।
রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, ‘ডোবার কাদা অনেকটা চোরাবালির মতো। হাতি শাবকটি ডোবায় আটকে যাওয়ার পর মা হাতিসহ পালের অন্যান্য হাতিরা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। এতে, কাদার গভীরে গিয়ে মারা যায় শাবকটি।’
হাতিটি মারা যাওয়ার পর সেটিকে মাটি চাপা দেওয়া বলে জানিয়েছেন মাসুম কবির।
Comments