চলে গেলেন সৈয়দ ইয়ামিন বখত
দ্য ডেইলি স্টারের সাবেক বার্তা সম্পাদক সৈয়দ ইয়ামিন বখত (৬২) মারা গেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
সৈয়দ ইয়ামিন বখতের পারিবারিক সূত্র বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
পরিবার জানায়, করোনায় আক্রান্ত হয়ে তিনি গত ১০ দিন যাবৎ চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। পরবর্তীতে তার শ্বাসনালীতে জটিলতা দেখা দিলে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং আজ সকালে মৃত্যু হয়।
দ্য ডেইলি স্টারের প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন ইয়ামিন বখত। পরবর্তীতে তিনি ডেইলি স্টারের বার্তা সম্পাদক হয়েছিলেন।
এরপর তিনি গ্রামীণফোনে যোগ দেন এবং প্রতিষ্ঠানটির কমিউনিকেশন বিভাগের পরিচালক হয়ে অবসরে যান।
Comments