বাংলাদেশ

নারায়ণগঞ্জে ডিএনডি প্রকল্পের নির্মাণাধীন ছাদ ধসে ১ শ্রমিক নিহত, আহত ৬

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্পের নির্মাণাধীন পাম্প স্টেশনের প্রধান ফটকের ছাদ ঢালাইয়ের সময় ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।
dead body
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্পের নির্মাণাধীন পাম্প স্টেশনের প্রধান ফটকের ছাদ ঢালাইয়ের সময় ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার শিমরাইল এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম (২৮) নীলফামারীর জবান আলীর ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- মিরন (২৮), জহির (২০), বাদশা মিয়া (৩৫), এনামুল (২৪), হাবিবুর রহমান (২৫), আব্দুল মোতালেব (৩০)।

আহতদের তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডিএনডি প্রকল্পের একটি ফটকের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ায় কয়েকজন শ্রমিক চাপা পড়ে। খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়। আহতদের একজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত বাকি ছয় শ্রমিককে সিদ্ধিরগঞ্জের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।’

ডিএনডি প্রকল্পের পরিচালক (পিডি) আহসানুত তাকবীম চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘একজন শ্রমিক মারা গেছেন। অন্য শ্রমিকেরা সুস্থ আছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনডি প্রকল্পের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পাম্প স্টেশনের প্রধান ফটকের ছাদ ঢালাইয়ের সময় ধসে কয়েকজন শ্রমিক চাপা পড়ে। এতে আশরাফুল ইসলাম নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন।’

তিনি আরও বলেন, ‘নিহত শ্রমিকের দাফনে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান ও পরিবারের জন্য ৫ লাখ টাকা স্থায়ী সঞ্চয় করে দেওয়ার জন্য উন্নয়ন কাজে অংশীদারদের (শ্রমিক নিয়োগ দেওয়া ঠিকাদার প্রতিষ্ঠান) বলা হয়েছে। এছাড়াও এ ঘটনায় কোনো দায়িত্ব অবহেলা আছে কিনা বা কেন দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Comments

The Daily Star  | English

More and more people now turning to OMS

Leaving his poultry shop for his salesman, Abul Kashem rushed to gate-1 of New Market around 11:00am yesterday to buy essentials from an OMS outlet.

2h ago