হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল কাদের গ্রেপ্তার
হেফাজতে ইসলামের নায়েবে আমির ও খেলাফতে মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ তেজগাঁও বিভাগের উপকমিশনার ওয়াহিদুজ্জামান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহমেদ আব্দুল কাদেরকে এ বছরের মার্চ এবং ২০১৩ সালের হেফাজতের সহিংসতার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, আহমেদ আব্দুল কাদের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
Comments