স্টার মাল্টিমিডিয়া

রানা প্লাজা ধসের ৮ বছর, যে ক্ষত শুকায়নি এখনো

আট বছর আগে আজকের এই দিনে রানা প্লাজা ধসে নিহত হন কমপক্ষে ১১শ ৩৮ জন শ্রমিক, আহত হন আড়াই হাজারেরও বেশি। যারা বেঁচে আছেন, সেই দুঃসহ স্মৃতি, সেই ক্ষত এখনো তারা বয়ে বেড়াচ্ছেন।

আট বছর আগে আজকের এই দিনে রানা প্লাজা ধসে নিহত হন কমপক্ষে ১১শ ৩৮ জন শ্রমিক, আহত হন আড়াই হাজারেরও বেশি। যারা বেঁচে আছেন, সেই দুঃসহ স্মৃতি, সেই ক্ষত এখনো তারা বয়ে বেড়াচ্ছেন।

কিন্তু, এই আট বছরে শ্রম অধিকার, কারখানার কাজের পরিবেশ এবং শ্রমিক নিরাপত্তায় কি কোনো পরিবর্তন এসেছে? আন্তর্জাতিক ব্র্যান্ড এবং রিটেইলারগুলো কি শ্রমিকের পাশে দাঁড়িয়েছে? মহামারির এই সময়ে আহত শ্রমিকরা কেমন আছেন? রানা প্লাজা ধস মামলার অগ্রগতিই বা কতদূর?

এইসব প্রশ্নের বিস্তারিত উত্তর জানব আজ Straight From Star Newsroom-এ। সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার জায়মা ইসলাম।

Comments

The Daily Star  | English
Our rising foreign debt and financial worries

Our rising foreign debt and financial worries

The growth of debt exceeding the growth of GDP is a clear sign of vulnerability, the consequences of which are already present.

12h ago