বাগদাদে করোনা হাসপাতালে আগুন, ২৭ জনের মৃত্যু

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণপূর্বাঞ্চলে একটি করোনা হাসপাতালে আগুনে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন।
Baghdad hospital
ইরাকের রাজধানী বাগদাদে ইবনে খাতিব হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের ভিড়। এপ্রিল ২৫ ২০২১। ছবি: রয়টার্স

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণপূর্বাঞ্চলে একটি করোনা হাসপাতালে আগুনে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স পার্শ্ববর্তী তিনটি হাসপাতালের মেডিকেল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার বাগদাদের দিয়ালা ব্রিজ এলাকায় ইবনে খাতিব হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের কারণে এই আগুন লাগে।

সেসময় আহতদের সরাতে অ্যাম্বুল্যান্সগুলোকে হাসপাতালের দিকে ছুটে যেতে দেখা যায়। যেসব রোগী আহত হননি তাদেরকেও হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ’র বরাত দিয়ে এতে আরও বলা হয়, ইরাকের দমকল বাহিনীর প্রধান মেজর জেনারেল খাদিম বোহান বলেছেন, হাসপাতালের যে ফ্লোরে আইসিইউ রয়েছে সেখানে আগুন লেগেছে।

তিনি আরও বলেন, হাসপাতালে ১২০ রোগীর মধ্যে ৯০ জনকে উদ্ধার করা হয়েছে এবং আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

6h ago