‘অতিথিপরায়ণ’ রিয়াল, লা লিগায় বেতিসের ইতিহাস

real and betis
ছবি: টুইটার

রিয়াল বেতিসকে সামনে পেলেই কি অতিথিপরায়ণ হতে ইচ্ছা করে রিয়াল মাদ্রিদের? তা না হলে তো বারবার এমনটা হওয়ার কথা নয়! স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে বেতিসকে সেরা উপায়েই আপ্যায়ন করে রিয়াল। নিজেরা ভুলে যায় গোল করতে!

আসরের বর্তমান চ্যাম্পিয়ন লস ব্লাঙ্কোসরা এবারও সেই ব্যর্থতার বৃত্তে বন্দি। ২০১৭-১৮ মৌসুমে তাদের মাঠে  বেতিস জিতেছিল ১-০ গোলে। পরের মৌসুমে আরও উজ্জীবিত হয়ে ২-০ গোলের জয় পায় সফরকারীরা। গত মৌসুমে রিয়ালের মাঠে গোলশূন্য ড্র হয়েছিল দুদলের লড়াই। এবারও ফল একই। শনিবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে কোনো দলই গোল করতে পারেনি।

এই স্কোরলাইনগুলো বিস্ময় জাগাতে বাধ্য। বেতিস বলেই তা আরও চমক জাগানিয়া। কারণ, আগের দুই মৌসুম তারা শেষ করেছিল পয়েন্ট তালিকায় যথাক্রমে ১০ ও ১৫ নম্বরে থেকে। বেতিস জায়গা করে নিয়েছে ইতিহাসেরও পাতায়। লা লিগার প্রথম দল হিসেবে রিয়ালের মাঠে টানা চার ম্যাচে গোল হজম না করার রেকর্ড গড়েছে তারা।

অনুজ্জ্বল পারফরম্যান্সে রিয়ালের শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও ফিকে হয়েছে। ৩৩ ম্যাচে তাদের অর্জন ৭১ পয়েন্ট। লা লিগার সবশেষ ৩ ম্যাচে ২ ড্রয়ের কারণে ৪ পয়েন্ট খুইয়েছে জিনেদিন জিদানের দল। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। হাতে ম্যাচ থাকায় তাদের সামনে রয়েছে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ।

তিনে থাকা বার্সেলোনা রিয়ালের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে। তবে তাদের হাতে রয়েছে বাড়তি ২ ম্যাচ। ফলে কাতালানদেরও সুযোগ আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে ছাড়িয়ে যাওয়ার।

পয়েন্ট হারালেও মনোবল হারাননি রিয়াল কোচ জিদান। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা সত্যি যে, জেতার জন্য যা দরকার তার ঘাটতি ছিল আমাদের। কিন্তু আমরা ঠিকঠাক আছি।’

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

37m ago